Saturday, July 27, 2019

এবার ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে নতুন বাধ্যবাধকতা

                                                                          
নানান কারণে বিভিন্ন সময়ে বিতর্ক হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে ঘিরে। সর্বশেষ ফেসবুককে পাঁচ শ কোটি ডলার জরিমানা করে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। তারা ফেসবুকের বিরুদ্ধে গোপনীয়তার বিষয়ে যথাযথ সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় অভিযোগ আনেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সম্ভবত কোনো কোম্পানিকে করা এটিই ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের জরিমানা। সিএনএনের খবরে বলা হয়েছে, এই পরিমাণ অর্থ আয় করতে ফেসবুকের সময় লাগবে মাত্র পুরো একমাস।
এমতাবস্থায় ফেসবুক অ্যাকাউন্ট খুলতে নতুন বাধ্যবাধকতা দেয়া হয়েছে। পরিচয় গোপন করে অ্যাকাউন্ট খোলার বাড়তি সুবিধা বাতিল করেছে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় এ প্ল্যাটফর্ম। অন্তত একটা প্রোফাইল ছবি ও অ্যাকাউন্টের জন্য বিশেষ কিছু তথ্য যোগ না করলে এখন থেকে অ্যাকাউন্ট খোলার সুবিধা দিচ্ছে না ফেসবুক।
এ ছাড়া নতুন বাধ্যবাধকতার কারণে ফেসবুকে মোবাইল নম্বর দিতেই হচ্ছে ব্যবহারকারীকে। এর ফলে এখন আর আগের মতো যখন-তখন ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন না ব্যবহারকারীরা।
অ্যাকাউন্ট ভেরিফিকেশনের নামে প্রোফাইলের ছবি ও মোবাইল নম্বর দেওয়া ছাড়া অ্যাকাউন্ট খোলা এখন কঠিন।
এছাড়া নিষ্ক্রিয় অ্যাকাউন্ট তৈরি বন্ধ করতে এবং বেনামে হয়রানির আশংকা ঠেকাতে আরও কিছু পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ফেসবুক।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment